শিবরাত্রি পালনের নিয়ম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিবরাত্রি পালনের নিয়ম

নিজস্ব সংবাদদাতাঃ মহা শিবরাত্রিতে হলুদ পোশাক পরে পুজো দেওয়া শুভ। মহাদেবের পুজোয় বেলপাতা খুবই গুরুত্বপূর্ণ। মহাদেবের পায়ে বেলপাতা অর্পণ কোরতে হবে। মহাদেবের পুজোয় পঞ্চামৃত লাগে। কাঁচা দুধ, গঙ্গাজল, মধু, ও ঘি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে। মহাদেবের মথায় এই পঞ্চামৃত ঢেলে নিজের মনের বাসনা প্রকাশ করতে হবে। ভোগ হিসাবে মহাদেবকে ক্ষীর বা মিষ্টি দেওয়া যেতে পারে। এরই সঙ্গে "ওঁ নমহঃ শিবায়" বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার পাঠ করতে হবে। এরপরে মহাদেবের আরতি করতে হবে।