মহা শিবরাত্রির তিথি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মহা শিবরাত্রির তিথি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২২ এ মহা শিবরাত্রির তিথি শুরু হবে ১ মার্চ দুপুর ৩ টে বেজে ১৬ মিনিটে। তিথি শেষ হবে ২ মার্চ দুপুর  ১ টা বেজে ১০ মিনিটে।

নিশিতা কাল পুজোর সময়- 

নিশিতা কাল পুজো ৪৯ মিনিট ধরে চলবে। ১ মার্চ ২০২২ রাত ১১ টা ১৬ থেকে রাত ১২ টা ৫ পর্যন্ত চলবে এই পুজো। 

প্রথম প্রহর পুজোর সময়-​ 

১ মার্চ সন্ধ্যা ৫ টা ৩১ থেকে রাত ৮ টা ৩৬ পর্যন্ত।

দ্বিতীয় প্রহর পুজোর সময়-

রাত ৮ টা ৩৬ থেকে রাত ১১ টা ৪০ পর্যন্ত।

তৃতীয় প্রহর পুজোর সময়-

রাত ১১ টা ৪০ থেকে রাত ২ টো ৪৫ পর্যন্ত।

চতুর্থ প্রহর পুজোর সময়-

রাত ২ টো ৪৫ থেকে ভোর ৫ টা ৫০ পর্যন্ত। 

শিবরাত্রির পারানা সময়-

 ২ মার্চ ২০২২ ভোর ৬টা ২০ মিনিট থেকে দুপুর ০১ টা ৩০ মিনিটের মধ্যে।