'ত্রিপুরায় স্বৈরাচারী শাসন চলছে'- মানিক দে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'ত্রিপুরায় স্বৈরাচারী শাসন চলছে'- মানিক দে

নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আগামীকাল বামেদের এক সমাবেশ এর আয়োজন হবে। তার প্রস্তুতি চলছে। সেই সভার প্রস্তুতির সময় সেখনে ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সদস্য মানিক দে উপস্থিত ছিলেন, তিনি বলেন,'ত্রিপুরায় স্বৈরাচারী শাসন চলছে,

সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, অধিকার রক্ষার সংগ্রাম, এবং রাজ্যে জনগণের যে অর্জিত অধিকার বামফ্রন্ট শাসনের আমলে ছিল স্বাধীনভাবে চলব, স্বাধীনভাবে কথা বলব, স্বাধীন ভাবে জীবন যাপন করব, প্রত্যেক নাগরিককের ব্যক্তি স্বাধীনতা থাকবে যা বামফ্রন্ট সরকারের আমলে মানুষ কে দিয়েছিল সম্মান, মর্যাদা, ইজ্জত বিজেপি সরকার আসার পর মানুষের ইজ্জত লুণ্ঠিত। মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনা দিন যাপন করতে পারেননা, এবং চরম আক্রমণের শিকার। '