নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশে বেলা ১ টা অবধি ৩৭.৪৫ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের সব জেলাগুলির মধ্যে পিলভিটে সবথেক বেশি ভোট পড়েছে। বেলা ১টা অবধি পিলভিটে ৪১.২৩ শতাংশ ভোট পড়েছে। ভোটের হারে সবথেকে বেশি পিছিয়ে রয়েছে হরদোই। বেলা ১টা অবধি সেখানে ৩৪.২৯ শতাংশ ভোট পড়েছে।