নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে পরিস্থিতি ক্রমে দুর্বিষহ হয়ে উঠছে। সেখানে বাড়ছে খাদ্য সংকট। তবে এবার এবিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে উজবেকিস্তান সরকার। প্রতিবেশী দেশ গুলির সঙ্গে সহযোগিতার মাধ্যেমে আফগানিস্তানের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসতে চায় উজবেকিস্তান। এবিষয়ে বুধবার আফগানিস্তানের অন্তর্বর্তী প্রধান মোহম্মদ হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন উজবেকিস্তানের উপ প্রধানমন্ত্রী শারদর উমুরজাকোভ।