নিজস্ব সংবাদদাতাঃ ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমকে বাগে আনতে নতুন করে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। ক’ দিন আগেই অর্থপাচারের অভিযোগে মুম্বইয়ে দাউদ ঘনিষ্ঠদের একাধিক ডেরায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। তখনই জানা গিয়েছিল, একই অভিযোগে মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। এরপর বুধবার এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বাড়িতে হানা দিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বই দপ্তরে নিয়ে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হল মন্ত্রীকে। সূত্রের খবর, বুধবার সকাল ৬টা নাগাদ নবাব মালিকের বাড়িতে হাজির হন ইডির গোয়েন্দারা। সেখানে ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদ চলে। এরপর সাড়ে ৭টা নাগাদ তাঁকে ইডির দপ্তরে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় সাড়ে ৮টা পর্যন্ত জেরা করা হয়। ইডির তরফে জানানো হয়েছে, অর্থপাচারের তদন্তে আগেই সমন পাঠানো হয়েছিল মন্ত্রীকে। যার সঙ্গে সম্পর্ক রয়েছে মুম্বইয়ের অন্ধকার জগতের।