নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের পরিস্থিতি ক্রমে বেহাল হচ্ছে। এই অবস্থায় আফগানিস্তানের জনসাধারণের পাশে থাকার জন্য খাদ্য সামগ্রি প্রেরণের ঘোষণা পূর্বেই করে ভারত সরকার। সেইমত আফগানিস্তানে গম প্রেরণের কথা ঘোষণা করে ভারত সরকার। এই গম পাকিস্তান হয়ে পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত দিয়ে সে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এইবার সেই মর্মেই অনুমতি দিল পাকিস্তান সরকার। ভারত থেকে ৫০ হাজার টোন গম পাঠানোর অনুমতি দিল পাকিস্তান সরকার।