হাবিবুর রহমান,ঢাকাঃ বাংলাদেশে ঢাকার নীলক্ষেত শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মঙ্গলবার রাত ৯টার দিকে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঢাকার নীলক্ষেত বই মার্কেটে আগুনে পুড়ে ছাই হয়েছে কয়েক কোটি টাকার বই। এতে অনেকেই হারিয়েছেন পুঁজি।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের ইনসিডেন্ড কমান্ডার লে. কর্নেল জিল্লুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫টি বইয়ের দোকান। আগুনটা সৃষ্টি হয় বই মার্কেটের দোতলা থেকে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানতে পারবেন বলে তিনি জানিয়েছেন।