অপারেশন ডবল বুলে গ্রেফতার ৯ নকশাল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অপারেশন ডবল বুলে গ্রেফতার ৯ নকশাল

নিজস্ব সংবাদদাতা : জোনাল কমান্ডার, সাব জোনাল কমান্ডার, এরিয়া কমান্ডার পদমর্যাদার ৯ জন নকশালকে গ্রেফতার করল পুলিশ। ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর, লোহারদাগা এবং পার্শ্ববর্তী জেলাগুলির বুলবুল এলাকার জঙ্গলে ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন ডবল বুলে গ্রেফতার করা হয়েছে এই ৯ জনকে। ধৃতদের মধ্যে বলরাম ওরাওন নামে একজন সিপিআই (মাওবাদী) এর জোনাল কমান্ডার রয়েছে, যে গ্রেফতারের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে।অপারেশন চলাকালীন অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরক, ডেটোনেটর এবং অন্যান্য নকশাল সম্পর্কিত সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।