মুনাফা পেতে দ্রুত শুরু করুন জিওল মাছের চাষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুনাফা পেতে দ্রুত শুরু করুন জিওল মাছের চাষ


নিজস্ব সংবাদদাতাঃ মাছ চাষ করে দ্রুত মুনাফা অর্জন করতে ইচ্ছুক? তাহলে দ্রুত শুরু করুন জিওল মাছের চাষ। কিন্তু চাষের কাজ হাত লাগানোর কাজে হাত দেওয়ার আগে জেনে নিন কয়েকটি বিষয়। ছোট এবং ২-৩ ফুট গভীরতা বিশিষ্ট পুকুর এই মাছচাষের উপযোগী। প্রথমে জাল দিয়ে বা মহুয়া খোল দিয়ে অবাঞ্ছিত মাছ তুলে ফেলতে হবে। সাত দিন বাদে জলের পিএইচ দেখে চুন দিতে হবে। ১০-১৫ গ্রাম ওজনের মাগুর অথবা শিঙি মাছের চারা লিটার প্রতি জলে ৮-১০ ফোঁটা ফর্ম্যালিন দিয়ে ১০-১৫ মিনিট ডুবিয়ে রেখে অথবা ০.৩ শতাংশ অ্যাক্রিফ্ল্যাভিন মেশানো জলে ৫ মিনিট ডুবিয়ে রেখে পুকুরে ছাড়তে হবে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন, আমিষ জাতীয় খাবার এই মাছের বেশি পছন্দ। এরা রাতের দিকে খেতে পছন্দ করে। সেজন্য দৈনিক মোট খাবারের ৩/৪ ভাগ সন্ধ্যায় এবং বাকি ১/৪ ভাগ সকালে দিতে হবে।