নিজস্ব সংবাদদাতাঃ বাজারে ফল, সবজি, মাছ প্রভৃতির দাম বাড়ার সাথে সাথে বেড়েছে মুরগীর দামও। নিত্যদিনের শাকসবজি কিনতে গিয়েই মাথায় হাত পড়ছে ক্রেতাদের। সাধারণ মানুষের এতদিনের ভরসা ছিল আমিষ খাদ্যদ্রব্যের প্রতি। কিন্তু মুরগির মাংসেরও দাম গিয়ে দাঁড়িয়েছে প্রায় দুশো টাকায়। (গোটা) প্রতি কিলো মুরগীর মাংস ১২৫-১৪০ টাকা, (কাটা) মুরগির মাংস প্রতি কিলো ১৮০-২০০ টাকা। এছাড়া পাঁঠা বা খাসির মাংস প্রতি কিলো ৬২০-৭০০ টাকায় দাঁড়িয়েছে। মধ্যবিত্তের রান্নাঘর চড়া দামের আগুনে উত্তপ্ত হয়ে উঠেছে।