গলদা চিংড়ি চাষ করবেন কীভাবে?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গলদা চিংড়ি চাষ করবেন কীভাবে?


নিজস্ব সংবাদদাতাঃ গলদা চিংড়ি চাষ করবেন কীভাবে? না জানা থাকলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। গলদা চিংড়ি স্বাদু জল ও হালকা লবণযুক্ত জলে ভালোভাবে চাষ করা যায়।  গলদা চিংড়ি দুটি পদ্ধতিতে চাষ করা হয়। এক হল একক চাষ পদ্ধতি ও দ্বিতীয় হল মিশ্রিত চাষ পদ্ধতি। একক চাষ পদ্ধতিতে স্বাভাবিক ভাবে প্রতি শতকে ১০০-১১০ টি গলদা পোনা মজুদ করা যায় এ রেশন সহ ক্লিন সিস্টেম এর ব্যাবস্থা করতে পারলে শতকে ২০০-৩০০ পোনা মজুদ করা যেতে পারে। একক চাষ পদ্ধতিতে প্রতি একরে উৎপাদন ৪০০-৫০০ কেজি হয়ে থাকে। অন্যান্য মাছের ন্যয় গলদা চিংড়ি চাষের পুকুর প্রস্তুত করতে হবে। কোন অবস্থাতেই পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা চলবে না। পুকুর প্রস্তুতির সময়ে শতকে ১-২ কেজি চুন দিয়ে পুকুর প্রস্তুত করা ভালো।