সরপুঁটি মাছের চাষ পদ্ধতি সম্পর্কে জানুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সরপুঁটি মাছের চাষ পদ্ধতি সম্পর্কে জানুন


নিজস্ব সংবাদদাতাঃ  সরপুঁটি মাছ খেতে তো ভালোবাসেন নিশ্চয়ই? কিন্তু এই বিশেষ মাছটির চাষ সম্পর্কে জানুন। প্রতিকূল পরিবেশে কম অক্সিজেনযুক্ত বেশি তাপমাত্রার জলেও এ মাছ বেঁচে থাকতে পারে। বাড়ির আশপাশেই থাকা মাঝারি আকারের পুকুর কিংবা ডোবায় এ মাছ চাষ করা যায়। মাছ চাষের জন্য পুকুরের আয়তন ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ হতে পারে। পুকুরের গভীরতা হতে হবে ১.৫ মিটার থেকে ২ মিটার অর্থাৎ তিন থেকে চার হাত। পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাঙ্কটনের পর্যাপ্ত মজুদ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়ে প্রতি শতাংশে ১.৫ ইঞ্চি থেকে ২ ইঞ্চি সাইজের ৬০-৬৫টি থাই সরপুঁটির পোনা ছাড়া যেতে পারে।