মৎস্যজীবীদের জালে শতাধিক তেলে ভোলা মাছ, এর গুনাগুন জানেন?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মৎস্যজীবীদের জালে শতাধিক তেলে ভোলা মাছ, এর গুনাগুন জানেন?


নিজস্ব সংবাদদাতাঃ এবার বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে শতাধিক তেলে ভোলা মাছ। জানা গিয়েছে, সোমবার রাতে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার আড়তে ১১৪টি তেলে ভোলা মাছ বিক্রি হল প্রায় ৫০ লক্ষের বেশি টাকায়। এতে জিংক ও আয়োডিন আছে। জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধ করে। সামুদ্রিক মাছে থাকা ওমেগা-৩ নামক ফ্যাটি এসিড হৃদযন্ত্রের জন্য উপকারী। এই ফ্যাটি এসিড হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।