নিজস্ব সংবাদদাতাঃ অনেকেই আছেন যারা সৌন্দর্যের জন্য বাড়িতে রঙিন মাছ রাখতে পছন্দ করেন। কিন্তু এই রঙিন মাছ চাষ কীভাবে হয় জানেন? কেমন পুকুর সঠিক হবে জানেন? না জানা থাকলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, রঙিন মাছ চাষ করার জন্য ছোট অথবা মাঝারি সাইজের যেকোন ধরণের পুকুর নির্বাচন করা যেতে পারে। তাছাড়াও বাড়ীতে ছোটখাটো যে কোন ধরণের জলাশয়ে এই মাছ চাষ করা যায়।
তিন ধাপে রঙিন মাছ চাষ করা যায়। সেগুলো হল গ্রীষ্মকাল, বর্ষাকাল, এবং শীতকাল।গ্রীষ্মকালে টাইগার বার্ব, রোজীবার্ব, উইডো টেট্রা, শার্পে টেট্রা, সোর্ডটেল, মলি, প্লাটি ইত্যাদি মাছের চাষ করা ভাল। বর্ষাকালে পার্ল গোরামী, কিসিং গোরামী, ডোয়ার্ফ গোরামী, ব্লু চিকলিড, জেব্রা চিকলিড, টেট্রা, টাইগার ইত্যাদি মাছের চাষ করা ভাল। শীতকালের জন্য গোল্ড ফিস, কই কার্প, ম্যানিলা কার্প, ক্যাট ফিস ইত্যাদি মাছ চাষ ভাল হয়।
পুকুরে পোনা ছাড়ার ক্ষেত্রে প্রথমে অক্সিজেন ব্যাগে পরিবহন কৃত পোনা ব্যাগ সহ জলে ভাসিয়ে রাখতে হবে। এরপর পরিবহনকৃত ব্যাগের জল ও পুকুরের জলের তাপমাত্রা একই মাত্রায় আনতে হবে। অনেক সময়ে রঙিন মাছের রোগ ধরা পড়ে। সেক্ষেত্রে আপনার করণীয় হল ওষুধ প্রয়োগ করতে হবে অথবা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।