ত্রিপুরায় টিটিএএডিসি-র তরফে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বললেন প্রদ্যুৎ কিশোর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ত্রিপুরায় টিটিএএডিসি-র তরফে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বললেন প্রদ্যুৎ কিশোর

নিজস্ব প্রতিনিধি-সবাই কে টিটিএএডিসি-র চাকরিতে আবেদন করার কথা বলার পাশাপাশি শুরুতেই প্রদ্যুৎ কিশোর বলেন, "যদি কোন লিডার বা নেতা টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে থাকে তাহলে অবশ্যই তাদের ওপরে অভিযোগ করবেন।"  এবং সবাইকে বারন করেন কাউকে টাকা না দিতে। ইএম এমডিসি -র তরফে যদি চেনাশোনা কেউ আবেদন করে থাকে তারা সেই চাকরি পাবেনা একথাও পরিস্কার করে বলেন তিনি। আরও যোগ করে বলেন, যাদের চাকরির বেশি দরকার এবং যারা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন তাদের এই চাকরি পাওয়া দরকার। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এর দাবি করে মহারাজা বলেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে ১০ থেকে ১৫ হাজার চাকরি মিলবে।