নিজস্ব সংবাদদাতাঃ সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘিনী ঢুকে পড়েছিল সন্দেশখালির মণিপুরের জঙ্গলে। বন দফতরের দীর্ঘ নয় ঘণ্টার চেষ্টার পর ঘুম পাড়ানি গুলিতে কাবু করে সেখান থেকে উদ্ধার করা হয় বাঘিনীকে। এরপর ঝিলা ৪নং রেঞ্জে তার চিকিৎসার পর সুন্দরবনের চামটা ৪নং জঙ্গলে পুরনো ডেরায় ফিরিয়ে দেওয়া হল।