নিজস্ব সংবাদদাতা : ডিম বিক্রি করে মাসে বিপুল উপার্জন সম্ভব। অবিশ্বাস্য শুনতে লাগলেও অসম্ভব নয়। এ প্রসঙ্গে পোলট্রি বিশেষজ্ঞ এমএইচ জিলানির বক্তব্য, 'একটি ডিম তৈরি করতে প্রায় সাড়ে তিন টাকা খরচ হয় এবং এটি বাজারে সাড়ে চার টাকা পর্যন্ত বিক্রি হয়। অর্থাৎ একটি ডিম থেকে সরাসরি এক টাকা লাভ আসছে। যদি ১০ হাজার মুরগির খামার করা হয়, তাহলে খামার শুরু করার ৪ মাস দৈনিক প্রায় ১০ হাজার টাকা আয় করা যাবে। এভাবে মাসে তিন লাখ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে।'