বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে সঠিক ট্যাংক বাছুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে সঠিক ট্যাংক বাছুন

নিজস্ব সংবাদদাতাঃ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে সঠিক ট্যাংক বাছা খুব জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। একটি ট্যাংক তৈরি করতে কী কী জরুরি জানুন। বলা হয়, প্রথমে গ্রেড রড দিয়ে ট্যাংকের বৃত্তাকার খাঁচাটি তৈরি করতে হবে। যে স্থানে ট্যাংকটি স্থাপন করা হবে; সেখানে খাঁচার পরিধির সমান করে সিসি ঢালাই দিতে হবে। বৃত্তের ঠিক কেন্দ্রে জলের একটি আউটলেট পাইপ স্থাপন করতে হবে। এরপর খাঁচাটিকে ঢালাই মেঝের উপর স্থাপন করে মাটিতে গেঁথে দিতে হবে। মেঝের মাটি শক্ত ও সমান হলে ঢালাইয়ের পরিবর্তে পরিধির সমান করে পুরু পলিথিন বিছিয়েও মেঝে প্রস্তুত করা যায়। এরপর উন্নতমানের তারপুলিন দিয়ে সম্পূর্ণ খাঁচাটি ঢেকে দিতে হবে। তার ওপর পুরু পলিথিন দিয়ে আচ্ছাদিত করে তাতে জল মজুদ করতে হবে।