নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের থানে ও পালঘর জেলায় বাড়ছে বার্ড ফ্লু। এর আগে উভয় জেলায় সংক্রমণের হটস্পটের ১ কিলোমিটার ব্যাসার্ধে ২৫০০০ বেশি পাখি হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরেও বার্ড ফ্লুর ঘটনা সামনে আসছে। এই রোগের জেরে পোলট্রিগুলিতে কাজ করা শ্রমিকরা আইলোশনে রয়েছেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের পশুপালন মন্ত্রী সুনীল কেদার।