নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ বিদ্যালয়ে মদের আসর বসার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। তারপরই বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মাইপুর এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত শনিবার বিদ্যালয় ছুটির পর ভেতরে মদ, মাংসের আসর বসিয়েছিলেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমন কার্যকলাপের জন্য ক্ষোভ তাদের। শিক্ষকদের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন এলাকাবাসী। ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবকরা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানান স্কুল কর্তৃপক্ষ। তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।