ডিসিজিআইয়ের চূড়ান্ত অনুমোদন পেল কর্বেভ্যাক্স

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডিসিজিআইয়ের চূড়ান্ত অনুমোদন পেল কর্বেভ্যাক্স

নিজস্ব সংবাদদাতা : ছোটদের টিকাকরণে মিলল কর্বেভ্যাক্স ভ্যাকসিন ব্যবহারের অনুমতি। ১২ থেকে ১৮ বছর বয়সের জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রকের কাছ থেকে কর্বেভ্যাক্স ব্যবহারের জরুরি ব্যবহারের অনুমোদন মিলল বায়োলজিক্যাল ই লিমিটেডের।
কর্বেভ্যাক্স ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি রিসেপ্টর বাইন্ডিং ডোমেন যা কোভিডের বিরুদ্ধে প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন হিসেবে কর্যকর হবে। কর্বেভ্যাক্স টিকা মাংসপেশীর মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হবে এবং ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এই টিকার স্টোরেজ করা যায়।