নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান সময়ে পোল্ট্রির ব্যবসা একটি লাভজনক ব্যবসা। আপনিও যদি পোল্ট্রি খামার করতে চান তাহলে প্রয়োজন সঠিক পরিকল্পনার। চলুন জেনে নেওয়া যাক পোল্ট্রি খামার তৈরি করলে সাধারণত কোন কোন জিনিসের প্রয়োজন হয়। খাঁচা, ডিম ট্রে, বায়ু চলাচল পদ্ধতি, হিটার, আলোর যন্ত্র, বাক্স, বজ্র নিষ্পত্তি সিস্টেম এবং ফিডার। এই উপকরণগুলি পোল্ট্রি খামার তৈরি করতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।