বাড়ির ছাদই হয়ে উঠুক সুবজ ক্ষেত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাড়ির ছাদই হয়ে উঠুক সুবজ ক্ষেত

নিজস্ব সংবাদদাতা : সবুজ বুজিয়ে বহুতল মাথা তুলে দাঁড়াচ্ছে। ফলে জমির পরিমাণ কমছে। তবে, ফ্ল্যাটে ফাঁকা জায়গা কিংবা ছাদে মনের মতো সবজি, ফল ফলানো যেতে পারে। এককথায় বলা যায়, বাড়ির ছাদটাকেই ক্ষেত বানিয়ে ফেলতে পারেন।ছাদে প্রায় সব ধরনের গাছ লাগানো যায়। ছোট-বড় বিভিন্ন আকারের গাছ আজকাল দেখা যায়। ফলের ভেতর পেয়ারা, আপেল, লেবু, আম আবার ফুলের ভেতর কসমস, সালভিয়া, ডালিয়া, চন্দ্রমুখী, সূর্যমুখী ইত্যাদি দেখা যায়। শীতকালে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, সালভিয়া ইত্যাদি ফুল দেখা যায় বেশি। জলছাদে বাগান করা গেলে ভালো। খুব ভোরে অথবা সন্ধ্যায় গাছে জল দিতে হবে। নার্সারিগুলোতে ছাদবাগানের উপযোগী বিভিন্ন রকমের গাছের চারা, সার, কীটনাশক ইত্যাদি পাওয়া যায়। ছাদবাগানের যত্নও নিতে হবে নিয়ম মেনে।ঋতু অনুযায়ী গাছ নির্বাচন করতে হবে।পোকামাকড় দমনে খেয়াল রাখতে হবে।