নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্ট সোমবার দশম এবং দ্বাদশ শ্রেণীর অফলাইন পরীক্ষা বাতিলের শুনানি করতে সম্মত হয়েছে। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি এএস বোপাণ্ণা এবং হিমা কোহলির একটি ডিভিশন বেঞ্চ প্রাথমিক শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। কম্পার্টমেন্টের শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের মূল্যায়নের ফর্মুলা নির্ধারণ এবং একটি সময়সীমা ও সময়সীমার মধ্যে ফলাফল ঘোষণার জন্য একটি কমিটি গঠনের ত্রাণও আবেদনে চাওয়া হয়েছে।