নদিয়ায় নজর কাড়ছে ভারত সুন্দরী কুল চাষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নদিয়ায় নজর কাড়ছে ভারত সুন্দরী কুল চাষ

নিজস্ব সংবাদদাতা : টোপা কুল, নারকেলি কুল ছাড়াও নদিয়ায় হদিশ মিললো আরেক রকম কুলের। নাম ভারত সুন্দরী কুল। দেখতে ছোট আপেলের মতো। সরস্বতী পুজোয় কুলের চাহিদার কথা মাথায় রেখেই গতবছর থেকে এই ভারত সুন্দরী কুল চাষ শুরু করেন কৃষ্ণগঞ্জের শিবনীবাসের পাবখালি রায়পাড়ার এক চাষী।এই ভারত সুন্দরী কুল বর্তমানে বাজারে ৫০ থেকে ৭০ টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে। প্রচুর ফলন ও অল্প খরচে বেশি লাভ। তবে, এই কুল চাষ করতে হলে যোগাযোগ করতে হবে কৃষ্ণগঞ্জ ব্লক কৃষি আধিকারিক অফিসে।