দক্ষিণবঙ্গের বাজার দখল করছে উত্তরবঙ্গের আলু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দক্ষিণবঙ্গের বাজার দখল করছে উত্তরবঙ্গের আলু

নিজস্ব সংবাদদাতা : অকাল বর্ষণের জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন আলু চাষীরা। তবে, বছর ঘুরতেই স্বস্তির শ্বাস ফেলছেন তারা। কারণ ইতিমধ্যেই উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গের বাজার দখল করতে শুরু করেছ। নায্য দাম পাওয়ায় খুশি চাষীরা।কোচবিহার জেলায় ঘোকসাডাঙ্গা, রুইডাঙ্গা, বড়শৌলমারি, ফুলবাড়ি, পারডুবি সহ গোটা ব্লক জেলা, রাজ্য তথা দেশে কৃষি নির্ভর এলাকা বলে পরিচিত।এবছর মাথাভাঙ্গা ২ ব্লকে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। প্রায় তিনমাস আলু চাষের জমিতে পরিচর্যা করার পর উৎপাদিত আলু তুলতে শুরু করেছেন তাঁরা।অসম, কৃষ্ণনগর, বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই ট্রাকে করে মাথাভাঙ্গা ২ ব্লকের আলু রপ্তানি হচ্ছে। চাহিদার জোগান দিতে গত ১০ -১৫ দিন থেকে প্রায় প্রতিদিনই কয়েক গাড়ি করে আলু রপ্তানি করা হচ্ছে। বর্তমানে আলু প্রতি কুইন্টালের বাজারদর ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা।