‘আগে বিচার, চাকরি আমার মাথায় রইল’, মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সাফ জবাব আনিসের বাবার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘আগে বিচার, চাকরি আমার মাথায় রইল’,  মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সাফ জবাব আনিসের বাবার

নিজস্ব সংবাদদাতাঃ আগে বিচার, পরে চাকরি। ‘সরকার’-এর চাকরির প্রস্তাবে সাফ জবাব ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানের। ছেলের খুনের বিচার চাই। দোষীদের যোগ্য শাস্তি চাই। তারপর চাকরির কথা ভাববেন। স্পষ্ট করলেন ছাত্রনেতার বাবা।তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,  ''চাকরি তোলা রইল আমার মাথার ওপর। কিন্তু আমার ছেলের খুনের বিচার আপনি যখন করে দেবেন, দোষীদের শাস্তি দেবেন, সেই দিন আপনার চাকরিটা নেব।” আনিসের বাড়িতে সোমবার সকালে তদন্তকারী আধিকারিকরা যান। ছাত্রনেতার বাড়িতে ডিএসপি সুব্রত ভৌমিক। ছাত্রনেতা আনিসের বাড়িতে ডিএসপি-র নেতৃত্বে প্রতিনিধি দল যায়।