নিজস্ব সংবাদদাতা : আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। কৃষিকাজেই উপার্জন করেন একাংশ। জানেন কি, কৃষিকাজে হতে পারেন কোটিপতি? তবে তার জন্য চাষ করতে হবে চন্দন গাছ।
চন্দন গাছ দু’টি পদ্ধতিতে চাষ হয়। একটি জৈব পদ্ধতিতে এবং অন্যটি আদি পদ্ধতিতে।জৈব পদ্ধতিতে চন্দন গাছ পুরোপুরি বিক্রিযোগ্য অবস্থায় পৌঁছোতে প্রায় ১০ থেকে ১৫ বছর সময় লাগে। তবে পুরনো পদ্ধতিতে ২০ থেকে ২৫ বছর লেগে যায়। চন্দন কাঠ সাধারণত প্রতি কেজি ৩ থেকে ৭ হাজার টাকার দরে বিক্রি হয়। কখনও কখনও সেটি ১০ হাজারের উপর উঠে যেতে পারে। এটি চাষ করতে ৩ লাখ টাকা খরচ হলেও, সেখান থেকে আয় হয় ১ থেকে দেড় কোটি টাকা। যদিও চন্দন চাষ বললেই করা যায় না। সরকারি নিয়ম-বিধি রয়েছে।