নিজস্ব সংবাদদাতাঃ গরম কালের ফল হলো লিচু। এই ফল চাষের জন্য দরকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু। এই ফল চাষের জন্য আগে জমিকে আগাছা মুক্ত করতে হবে। রোপণের জন্য গুটি কলমকে চারা হিসাবে ব্যবহার করতে হবে। ২০-২৫ কেজি লাগবে জৈব সার। তার সঙ্গে ৫কেজি লাগবে কাঠের ছাই। জিঙ্ক সালফেট দিয়ে তারপর গর্ত ভর্তি করতে হবে। এরপর জল দিয়ে কিছু দিন রেখে দিতে হবে। এরপর ২৫০ গ্রাম ইউরিয়া দিয়ে গুটিকলম বসাতে হবে। পোকামাকড়ের হাত থেকে ফলন্ত গাছকে রক্ষা করতে ১০লিটার জলে ২০গ্রাম থিয়োভেট মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এইভাবে আপনি লিচু চাষ করতে পারবেন গ্রীষ্মকালে।