জেনে নিন সূর্যমুখী ফুল চাষ পদ্ধতি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জেনে নিন সূর্যমুখী ফুল  চাষ পদ্ধতি

নিজস্ব সংবাদদাতাঃ  সূর্যমুখীর বীজে ৪০-৪৫% লিনোলিক এসিড রয়েছে, তাছাড়া এতেলে ক্ষতিকারক ইরোসিক এসিড নেই। হৃদরোগীদের জন্য সূর্যমুখীর তেল খুবই উপকারী। এই ফুল গাছ ও পুষ্পস্তবক জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। খুব সহজেই সূর্যমুখী চাষ করে কৃষকবন্ধুরা লাভবান হয়ে থাকেন | জেনে নিন কিভাবে চাষ করবেন সূর্যমুখী ফুল। 















সূর্যমুখী সাধারণত সব মাটিতেই জন্মায়। তবে দো-আঁশ মাটি সবচেয়ে বেশী উপযোগী। সূর্যমুখী সারা বছর চাষ করা যায়। তবে অগ্রহায়ন মাসে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়।  তাপমাত্রা ১৫ সেন্টিগ্রেড এর নিচে হলে ১০-১২ দিন পরে বীজ বপন করা উচিত। খরিফ-১ মৌসুমে জৈষ্ঠ্য (মধ্য এপ্রিল থেকে মধ্য মে) মাসেও এর চাষ করা যায়। মাটি ও বীজ থেকে সুষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য বীজ শোধন খুব দরকারি। ভিটাভেক্স-২০০ ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা যায়। প্রতি কেজি সূর্যমুখী বীজের জন্য মাত্র ৩ (তিন) গ্রাম ভিটাভেক্স-২০০ প্রয়োজন। এটি বড় প্লাস্টিকের ঢাকনা দেয়া পাত্রে সূর্যমুখীর বীজ নিয়ে পরিমাণমতো ঔষধ মিশিয়ে পাত্রের মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে ১ দিন রেখে দেয়ার পর বীজ জমিতে বপন করতে হবে।