নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফ্রান্স ও রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে রবিবার সহমত হয়েছেন বলে জানানো হয়েছে ম্যাক্রোঁর কার্যালয় থেকে। জানা গিয়েছে, প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট ধরে ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। চলমান সঙ্কটের পরিস্থিতির মধ্যে একটি কূটনৈতিক সমাধানের জন্য সবকিছু করার প্রয়োজনীয়তার বিষয়েও সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান এবং রাশিয়ান বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভও পরবর্তী সময়ে দেখা করবেন বলে জানানো হয়েছে। পুতিন এবং ম্যাক্রোঁ উভয়েই বলেছেন " যে তারা সবরকমভাবে কাজ করবে যাতে ইউক্রেন, রাশিয়া এবং ওএসসিই-র ত্রিপাক্ষিক গোষ্ঠী আগামী কয়েক ঘণ্টার মধ্যে সব পক্ষের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষ্যে বৈঠকে বসতে পারে।