হরি ঘোষ-দুর্গাপুরের হ্যানিম্যান সারণির গুরুত্বপূর্ণ রাস্তার উপর দুর্গাপুর নগর নিগমের টোল ট্যাক্সে জোর করে ফাঁকা মালবাহী গাড়িতেও নেওয়া হচ্ছে টাকা অভিযোগ মালিক সংগঠনের। প্রতিবাদে দুর্গাপুরের গ্যমন থেকে অঙ্গদপুর যাওয়ার রাস্তার মাঝে হ্যানিম্যান সরণির টোল ট্যাক্সের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ শুরু করলো দুর্গাপুর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।অঙ্গদপুর এলাকায় রয়েছে ছোট-বড় বহু কারখানা। নিত্যদিন সয়ে সয়ে পণ্যবাহী গাড়ির যাওয়া আসা। অভিযোগ ফাঁকা মালবাহী গাড়িতেও নেওয়া হচ্ছে ২০০ টাকা আবার ভর্তি মালবাহী গাড়িতেও নেওয়া হচ্ছে ২০০ টাকা নগর নিগমের টোল ট্যাক্সে। নগর নিগম কতৃপক্ষকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলে না বলে অভিযোগ। যাতে করে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এরই প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করে দুর্গাপুর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মালিকপক্ষ। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাস্তা। ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। ওই মালিক সংগঠনের সদস্যরা সাফ জানিয়ে দেন এরপরেও যদি ফাঁকা মালবাহী গাড়ির ওপর টাকা নেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।