হরি ঘোষ-হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খান খুনের ঘটনার প্রতিবাদ বাম ছাত্র যুব সংগঠনের।রবিবার দুপুরে সিটি সেন্টারে বিক্ষোভ শুরু করলো ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা ছাত্রনেতা অনিস খানকে হাওড়ার আমতায় নেতার বাড়িতে ঢুকে পুলিশ সেজে বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়ির ছাদ থেকে ফেলে খুন করে বলে অভিযোগ ছাত্রনেতার পরিবারের।
তার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেছে বাম ছাত্র যুব সংগঠন। রবিবার দুর্গাপুর সিটি সেন্টারের বিগ বাজারের সামনের রাস্তায় বিক্ষোভে নামল বাম ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই। ছাত্র সংগঠনের কর্মীরা অভিযোগ করেন রাজ্যে আইন ব্যবস্থা ভেঙে পড়ায় এভাবে খুন হতে হচ্ছে ছাত্র-যুব দের। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে তারা আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয়।