মেদিনীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড এ রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী কুহেলি দত্ত! শুনলেন অভাব-অভিযোগ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেদিনীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড এ রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী কুহেলি দত্ত! শুনলেন অভাব-অভিযোগ









নিউজ ডেস্কঃপশ্চিম মেদিনীপুর:- ভোটের দিন যত এগিয়ে আসছে শাসক-বিরোধী সকলেই সাধারণ মানুষের কাছে পৌঁছোতে ব্যস্ত হয়ে উঠেছে। সপ্তাহের শুরু রবিবার, আর এই রবিবার দিন কর্মব্যস্ততা থেকে একটু বাড়িতে থাকে সাধারণ মানুষ থেকে চাকুরিজীবী মানুষ। আর সাধারণ মানুষের বাড়িতে থাকার সময়ই রবিবাসরীয় প্রচারে মেতে ওঠে প্রত্যেকটি রাজনৈতিক দল। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার, মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সকাল-সকাল বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি প্রার্থী কুহেলি দত্ত। প্রচার করতে বেরিয়ে সাধারণ মানুষের কাছে শুনলেন অভিযোগ। সেইসঙ্গে আশ্বাস দিয়েছেন যদি তিনি ভোটে জেতেন, তাহলে সাধারণ মানুষের প্রাথমিক যেই কাজগুলি আগে করবেন তিনি। ৯ নম্বর ওয়ার্ডের নেপাল দাস, সুভ্রা দাস বড়ো ও সুব্রত দত্ত এরা প্রত্যেককে জানান একটু বৃষ্টির জল নেই।   রাস্তা দিয়ে বাড়িতে ঢুকে যায় জল। সারানো হয়নি পাশের ড্রেনটি। যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। সেইসঙ্গে ড্রেন পরিস্কার থাকায় বৃষ্টির জল বেশি হলেই সেই জল বাড়িতে চলে আসে। দীর্ঘদিন ধরে প্রাক্তন কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।যদিও শাসক দলের প্রার্থীর কাছ থেকে এ বিষয়ে কোন ধরনের প্রতিক্রিয়া মেলেনি। ভোট আসে ভোট যায়, কিন্তু সমস্যার থেকেই যায় সাধারণ মানুষের। এখন নতুন করে আবারও ভোট তাই বিজেপি প্রার্থীর কাছে তাদের অভাব-অভিযোগের কথা জানালেন সাধারণ মানুষ। পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী কুহলি দত্ত! এখন দেখার বিষয় পৌরবোর্ড গঠনের পর সাধারণ মানুষের সমস্যার সমাধান হয় কিনা।