'দুয়ারে সরকার' উখরায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'দুয়ারে সরকার' উখরায়

উখরা,হরি ঘোষ -রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের "দুয়ারে সরকার" প্রকল্পের কাজ। রবিবার অন্ডাল ব্লকের উখরা কে বি ইনস্টিটিউশনে দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হল।সকাল থেকে এলাকার প্রচুর মানুষ তাদের নানান সমস্যা সমাধান এর জন্য ভিড় করেছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। এই ক্যাম্পে একেবারে সরাসরি রেশন কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী,কন্যাশ্রী প্রভৃতি সরকারের প্রায় সমস্ত প্রকল্প একেবারে নিজেদের ঘরের সামনে পেয়ে খুশি স্থানীয় মানুষজন। দুয়ারে সরকার ক্যাম্পে মানুষজনের যাতে কোনো সমস্যা না হয় সেসব বিষয় খতিয়ে দেখতে গিয়েছিলেন উখরা পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখার্জি।

রাজু বাবু জানান ,যে সকল সরকারি কাজের জন্য সাধারণ মানুষকে ছুটতে হতো ব্লকে ব্লকে আর হতে হতো হয়রানি। মানুষের ঠিক এই অসুবিধার কথা মাথায় রেখেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন ।এই প্রকল্পের মাধ্যমে সরকারি প্রায় সমস্ত কাজের একেবারে সরাসরি সমাধান মিলছে এই দুয়ারে সরকার ক্যাম্পে।