নিজস্ব সংবাদদাতাঃ সিরিজ প্রায় জিতেই নিয়েছে ভারত। আজ ইডেনে নিয়ম রক্ষার ম্যাচ। আর আজকের ম্যাচে থাকবেন না বিরাট কোহলি ও ঋষভ পন্থ। আর এই ম্যাচেই পরিবর্তন চান সুনীল গাভাস্কার। তিনি বলেন, “আশা করব রুতুরাজকে সুযোগ দেবে ওরা। এখন সেটাই দরকার। মেলবোর্নের জন্য তৈরি হতে গেলে যত বেশি সম্ভব ক্রিকেটারকে দেখে নিতে হবে। তবে একটি ম্যাচ কখনোই বলে দেবে না সে খেলতে পারবে কি পারবে না। আমি চাইব আবেশ খান এবং মহম্মদ সিরাজকেও দেখে নিতে। তবে বেশির ভাগ দল তিন-চারটি পরিবর্তন করতে চাইবে না, খুব বেশি হলে দু’-একটা করবে।”