নিজস্ব সংবাদদাতাঃ ছাত্র নেতা আনিস খান হত্যা মামলায় উত্তপ্ত আমতাবাসী। অভিযোগ 'পুলিশ' সেজে তিন সিভিক ভলান্টিয়ার এবং এক পুলিশ অফিসার এসেছিল। তারা জোর করে বাড়িতে ঢুকে এসে ভিকটিমকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর থেকেই শুরু হয় লাগাতার বিক্ষোভ। পার্শ্ববর্তী গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন,'' মানুষ ক্ষেপে রয়েছে। কারণ আনিস সবসময় সাংস্কৃতিক কাজে যুক্ত ছিল। সবাইয়ের আদরের। আমি গ্রাম প্রধান হিসেবে চাইব যাতে ও সুবিচার পায়।'' সূত্রের খবর, পুলিশে অভিযোগ জানানো হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।