নিজস্ব সংবাদদাতাঃ আজ দুই রাজ্যের তথা উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব বিধানসভার ভোটগ্রহণ। পাঞ্জাবে এক দফায় ১১৭টি আসনে ১ হাজার ৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। মোট ভোটদাতার সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ। প্রচার অভিযানের সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রচার চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে। অন্যদিকে পাঞ্জাব পুলিশের সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগ ওঠে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে মানহানির মামলা করেন চণ্ডীগড়ের ডেপুটি পুলিশ সুপার।
পাঞ্জাবের মোগা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হলেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ সাচার। তিনি জয়ের বিষয় আশাবাদী। তিনি বলেছেন, '' আমি অত্যন্ত ইতিবাচক। অনেকেই আমাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন। বিদেশ থেকেও অনেকে ফোন করেছেন। অনেকেই আমাকে ভোট দেবেন বলেছেন। যদি মানুষের মনে হয় সোনু সুদ একজন তারকা, তাহলে আমার আরও বেশি সুবিধা হবে। আশা করি আমি জয় পাব।''