গাধা চুরির অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গাধা চুরির অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা

নিজস্ব সংবাদদাতা : চুরির অভিযোগে গ্রেফতার করা হল কংগ্রেস নেতাকে। তাও আবার কিনা গাধা চুরি! ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করমিনগরে। সম্প্রতি মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্মদিনে কেসিআর-এর একটি ছবি গাধার উপরে রেখে তিনি এবং অন্যান্য অভিযুক্তরা রাজ্যে সরকারি চাকরির অভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। বিক্ষোভ দেখানোর সময় একটি গাধাকে ব্যবহার করেন তেলেঙ্গানা এনএসইউআই সভাপতি ভেঙ্কট বালমুর। আর সেই গাধাটাকেই তিনি চুরি করেছেন বলে অভিযোগ। শুক্রবার করিমনগরের জাম্মিকুন্তা থানায় কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আরও ছয়জনের নাম উল্লেখ করা হলেও তারা পলাতক।তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, দাঙ্গা, চুরি এবং পশুর প্রতি নিষ্ঠুরতা দেখানোর উদ্দেশ্যে উস্কানি দেওয়ার জন্য মামলা করা হয়। এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৪৩, ১৫৩, ৫০৪, ৩৭৯ ১৪৯ সহ পঠিত, আইটি আইনের ৬৭ ধারা এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০ এর ধারা ১১- এর অধীনে দায়ের করা হয়। করিমনগরের সাতবাহন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পর গ্রেফতার করা হয় ভেঙ্কট বালমুরকে।