নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের গোন্ডায় নির্বাচনী প্রচার থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে সুর চড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এমনকি রাহুল গান্ধি প্রাচীন ভারতের ইতিহাস পড়েননি বলেও কটাক্ষ করেছেন। রাজনাথের কথায়, "তিনি (রাহুল গান্ধি) বলেছিলেন যে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর চীন ও পাকিস্তান বন্ধুত্ব করেছে। তিনি প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়ন করেননি, তার অন্তত অধ্যয়ন করা উচিত, আধুনিক ভারতের ইতিহাস। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন যখন পাকিস্তান শাকসগাম উপত্যকার অবৈধভাবে দখলকৃত অঞ্চল চীনের কাছে হস্তান্তর করেছিল। ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী ছিলেন যখন পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে কারাকোরাম হাইওয়ে নির্মিত হয়েছিল। মনমোহন সিং, মোদিজী নয়, প্রধানমন্ত্রী ছিলেন যখন CPEC নির্মাণ শুরু হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী হওয়া সত্ত্বেও, আমি উত্তর দেইনি কারণ প্রধানমন্ত্রী মোদি বলেছেন মানুষকে কথা বলতে দিন। কিন্তু আমরা বাস্তবতা জানি।"