নিজস্ব সংবাদদাতা : সুলতানপুরের প্রচারসভা থেকে সমাজবাদী পার্টির বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাডডা। তিনি বলেন, ''সমাজবাদী পার্টি কি রামভক্তদের ওপর গুলি চালায়নি? কংগ্রেস দল কি রাম জন্মভূমি ইস্যুকে স্থগিত করেনি এবং বিপথগামী করেনি? কপিল সিব্বল (কংগ্রেস নেতা) সুপ্রিম কোর্টে বলেছিলেন (রাম মন্দিরের) সিদ্ধান্ত বহাল রাখতে, অন্যথায়, বিজেপি লাভবান হবে। তিন তালাক বন্ধের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অন্য কোনো রাজনৈতিক দলের মেরুদন্ড ছিল না এটাকে সরিয়ে দেওয়ার, তারা তুষ্টির রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী মোদী জি সংসদে এসসির আদেশ এনেছেন এটি থেকে পরিত্রাণ পেতে এবং মুসলিম বোনদের স্বাধীনতা দিতে।''