নিজস্ব সংবাদদাতাঃ গতকালের টি২০ ম্যাচের শেষ মুহূর্তে একটা টানটান পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষমেশ জিতেই গেল রোহিতের ভারত। বিরাট, ঋষভ যে যার মতো ভালো খেললেও রোহিতের মন কেড়ে নিয়েছেন কিন্তু ভুবনেশ্বর। রোহিত ভুবনেশ্বরের বিষয়ে বলেন, “সেই মুহূর্তে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখানেই অভিজ্ঞতার আসল দাম পাওয়া গেল। দুর্দান্ত ইয়র্কার দিয়েছিল ভুবনেশ্বর। পাশাপাশি বাউন্সারও দিয়েছে। আমরা প্রতিভায় বিশ্বাস করি। সেটা আজ কাজে লেগেছে।”