দ্বিগবিজয় মাহালীঃ সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করে গাছ লাগিয়ে ঘটা করে পালন করা হয় অরণ্য সপ্তাহ।রাস্তার ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজের উপর সারাবছর জুড়েই বেসরকারি বিজ্ঞাপনের চাপ তার উপর অধিক চাপ পড়ে নির্বাচনের সময়। সকল রাজনৈতিক দল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলিকে ভোট প্রচারের কাজে ব্যাবহার করেন।লাঠির মধ্যে ঢোকানো থাকে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা আর সেই পতাকা গুলিকে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হয় গাছের কাণ্ডে।অসহায় গাছগুলি নীরবে বহন করে চলেছে এই অত্যাচার।২৭ শে ফেব্রুয়ারী ঘাটাল মহকুমার ঘাটাল,খড়ার,ক্ষীরপাই,রামজীবনপুর,চন্দ্রকোনা এই পাঁচটি পৌরসভার নির্বাচন। নির্বাচন ঘিরে সকল রাজনৈতিক দলগুলি এলাকার রাস্তাঘাট সাজিয়ে তুলেছে দলীয় পতাকা দিয়ে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছগুলিও রেহাই পায়নি রাজনীতির হাত থেকে।পরিবেশ প্রেমী থেকে রাজনৈতিক নেতৃত্ব সকলেই চাইছেন নিরীহ গাছের উপর অত্যাচার বন্ধ হোক।প্রশ্ন একটাই আরো কতদিন নিরিহ গাছগুলিকে এই অত্যাচার সহ্য করতে হবে?