রিজার্ভ ব্যাঙ্কে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রিজার্ভ ব্যাঙ্কে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে





নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্য ব্যক্তিরা আবেদন করতে পারেন।



পদের নামঃ- অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি)



শূন্যপদঃ- মোট ৯৫০টি



বয়সঃ- ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।



শিক্ষাগত যোগ্যতাঃ- ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখায় স্নাতক পাশ করতেই হবে।



বেতনঃ- প্রতি মাসে ২০,৭০০ টাকা।