নিজস্ব সংবাদদাতাঃ নির্দলরা পথের কাঁটা নয়। তাঁদের সঙ্গে কথা হয়ে গেছে। তাঁরা সবাই তৃণমূলকে সমর্থন করবে৷ মানুষ তৃণমূলের সঙ্গে আছে। এখানে বিজেপির কোন অস্তিত্ব নেই। পূর্ব মেদিনীপুরের এগরার নির্বাচনী জনসভায় এসে এমনটাই দাবি করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। তিনি জানিয়েছেন, এগরা পুরসভা ভোটে ১৪টি ওয়ার্ডেই আমরা জিতব বলে একশো শতাংশ আশাবাদী। এ দিন এগরার সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিল শহর পরিক্রমা করে এগরার দিঘা মোড়ে এসে শেষ হয়। এ দিনের মিছিলে পা মেলান রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, প্রাক্তন বিধায়ক জ্যোর্তিন্ময় কর ও অর্ধেন্দু শেখর মাইতি, জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস, জেলা তৃণমূলের সম্পাদক তরুণ কুমার জানা, জেলা সংখ্যালঘু তৃণমূলের সভাপতি শেখ আনুয়ারউদ্দীন, এগরা শহর তৃণমূল সভাপতি উত্তম দাস ও কৌস্তভ দাস, স্থানীয় ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শেখ সুরজ আলি প্রমুখ।