আগে মস্তানরা তোলাবাজি করত, এখন নেতারা করেন : দিলীপ ঘোষ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগে মস্তানরা তোলাবাজি করত, এখন নেতারা করেন : দিলীপ ঘোষ


নিজস্ব সংবাদদাতাঃ কফিশপের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে দোকানের মালকিনকে শাসাচ্ছেন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ছবিটি খাস কলকাতার একটি ক্যাফেটেরিয়ার। শহরে চাঁদার জুলুমবাজির শিকার তরুণী। একটি জলসার জন্য চাঁদা চাওয়াকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত বলে জানা গিয়েছে। বুধবার রাতে লেক থানা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে ওই তরুণী একটি কফি শপের মালিক। চাঁদার দাবিতে তাঁকে একদল যুবক হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল নেতা বলে পরিচিত বিজয় দত্ত সহ আরও পাঁচ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, "তোলাবাজি আগে মস্তানরা করত। এখন নেতারা করেন। কাউন্সিলের নাম করে তোলাবাজি চলছে। এক মহিলা এই দুর্দিনের বাজারে দোকান চালাচ্ছেন। তাঁর উপরেও জুলুমবাজি করা হচ্ছে"।