নিজস্ব সংবাদদাতাঃ দেবাঞ্জন দেব ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের। এদিন আদালত প্রশ্ন তোলে যে, প্রশাসন কি জানত না দেবাঞ্জন যুগ্ম কমিশনার নয়? উল্লেখ্য, কসবায় ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সরকারি আইনজীবী অনির্বাণ রায় বলেন, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড রাজ্য সরকার এখনওপর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। এদিন বিচারপতি বলেন, একটা বিষয় দেখা যাচ্ছে রাজ্যে যথেচ্ছভাবে নীলবাতি ব্যবহার হচ্ছে রাজ্যে। একজন আইএএস অফিসার কীভাবে নীলবাতির গাড়ি ব্যবহার করে তা নিয়ে কারও মনে কি কোনও প্রশ্ন ওঠেনি? দেবাঞ্জন রাজ্যের বহু নেতার সঙ্গে ছবি তুলেছ। পুলিস বা কেএমসির অফিসাররা দেখতে পেল না?