নয়াদিল্লিঃ অবশেষে চালু হল দিল্লী-খাজুরাহোর মধ্যে বিমান পরিষেবা। শুক্রবার সেন্ট্রাল সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া দিল্লী থেকে মধ্যপ্রদেশের খাজুরাহো, অবধি স্পাইসজেটের সরাসরি ফ্লাইটের উদ্বোধন করলেন। মন্ত্রী বলেন, 'আমরা ২০২৫ সালের মধ্যে ১০০টি নতুন বিমানবন্দর নির্মাণের লক্ষ্য নিয়েছি, যার মধ্যে ৬৫টি নির্মিত হয়েছে। ২০১২ সালে ৬ কোটি যাত্রী ছিল, তা বেড়ে হয়েছে ১৪ কোটি হয়েছে।"