নিজস্ব সংবাদদাতাঃ ধর্মতলায় আজ বেগুনি মিছিল। আশাকর্মীদের প্রতিবাদ মিছিলে উত্তেজনার পারদ চড়ছে ধর্মতলায়। ‘স্বাস্থ্যকর্মী’ স্বীকৃতির দাবিতে এই মিছিল আশাকর্মীদের। ধর্মতলায় প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন ধর্মতলায় জমায়েত করেন আশা কর্মীরা। এর আগে তাঁরা সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ দেখান। সেখান থেকে একটা মিছিল ধর্মতলায় এসে পৌঁছেছে বলে সূত্রের খবর।